সংবাদদাতা, পুরুলিয়া : আমি কন্যাশ্রী পেয়েছি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছি। কে থ্রি-ও পাব। অজ পাড়াগাঁয় প্রচারে গিয়ে নতুন মহিলা ভোটারদের কাছে এমন কথা শুনতে হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার তো আছেই। বরাবাজার এলাকায় পুরুলিয়া (Purulia) জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সুমিতা সিং মল্ল প্রচারে বেরিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন। বললেন, এবার পুরুলিয়া এবং ঝাড়গ্রাম আসনে মহিলারাই জেতাবেন তৃণমূল প্রার্থীদের। আর পুরুষদের ভোট তো আছেই। সুমিতার বাড়ি যে বরাবাজার শহরে, সেটি বান্দোয়ান বিধানসভা এলাকায়। বান্দোয়ান কেন্দ্রটি ঝাড়গ্রাম লোকসভা আসনের মধ্যে। তাই ঝাড়গ্রাম ও পুরুলিয়া দুটি লোকসভা এলাকাতেই প্রচার চলছে মহিলা দলের। সেখানেই মহিলাদের মুখে মুখ্যমন্ত্রীর জয়গান শুনছেন মহিলারা। খুশি জেলা মহিলা তৃণমূল নেত্রীরা।
আরও পড়ুন-বিপিএল পরিবারের মুসকানের স্বপ্ন আইনজীবী হওয়া
সুমিতা বলেন, প্রতি ব্লকে এবার মহিলাকর্মীরা বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন। দিদির দূত হয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা তুলে দিচ্ছেন মহিলাদের হাতে। আর তখন মহিলারা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। এদিন বরাবাজারে প্রচারের সময় মহিলাদের জমায়েত বুঝিয়ে দিয়েছে, ভোটের ফল কী হবে! নেত্রী বলেন, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি একজন মহিলা, নিবেদিতা মাহাতো। প্রায় বারোটি পঞ্চায়েত সমিতিতে সভাপতি মহিলা। সকলে ময়দানে নেমেছেন। মুখ্যমন্ত্রী পাশে থাকলে মহিলারা কতটা আর্থিক শক্তিশালী হবেন বোঝাচ্ছেন তাঁরা। কোথাও কোথাও শিক্ষিতা তরুণীরাই বুঝিয়ে দিচ্ছেন, কেন দিদিকেই চাই।