প্রতিবেদন : এক শিল্পে এক ইউনিয়ন। সেই লক্ষ্যপূরণে একধাপ এগিয়ে গেল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)। আত্মপ্রকাশ করল ‘তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়ন (Trinamool Cha Bagan Shramik Union)।’ আগামী দিনে রাজ্যের চা-বাগান শ্রমিক-কর্মচারীদের স্বার্থরক্ষায় লড়াই করবে এই শ্রমিক সংগঠন। নতুন বছরের প্রথমদিন থেকেই কাজ শুরু করল এই আইএনটিটিইউসি অনুমোদিত এই সংগঠন। এই সুখবরে তৃণমূল কংগ্রেস পরিবারে খুশির হাওয়া। খুশি চা-বাগান শ্রমিক-কর্মচারীরাও। শ্রমিক সংগঠনের এই স্বীকৃতিতে খুশি সংগঠনের রাজ্য সভাপতি ও শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পর থেকেই এই লক্ষ্য নিয়ে এগোচ্ছিলেন তিনি। এতদিন পর সেই কাজ করতে পেরে খুশি ঋতব্রত। বলছিলেন, ‘‘অবশেষে মিলল এই স্বীকৃতি। একটি শিল্পে আইএনটিটিইউসি অনুমোদিত একটি মাত্র ইউনিয়নই থাকবে। এবার থেকে চা শিল্পেও আইএনটিটিইউসি অনুমোদিত একমাত্র ইউনিয়ন হিসেবে কাজ করবে ‘তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়ন’ (Trinamool Cha Bagan Shramik Union)।
আরও পড়ুন-চাপে পড়ে রাজ্য সরকারের কাছে ক্ষমা চাইলেন প্রেসিডেন্সির উপাচার্য
এই সংগঠনের আত্মপ্রকাশ দিয়ে আমরা কাজ শুরু করলাম। এরপর ধাপে ধাপে বাকি সব শিল্পেই এইভাবে একটি সংগঠন গড়ে তোলা হবে। রাজ্যে এক শিল্পে আইএনটিটিইউসি অনুমোদিত একটিমাত্র ইউনিয়নই আমাদের পাখির চোখ।’’ তিনি আরও জানান, সংগঠনের আবেদনের ভিত্তিতে গত বছরের ডিসেম্বর মাসের ১৬ তারিখ সরকারি তরফে আনুষ্ঠানিক ভাবে এই স্বীকৃতি মিলেছে। ১৯২৬ সালের ট্রেড ইউনিয়ন অ্যাক্টের মাধ্যমে নথিভুক্ত হয়েছে এই সংগঠন। সংগঠনের রেজিস্ট্রেশন নম্বর ২৯৩৮৪। সংগঠনের সদর দফতর হল শিলিগুড়ি। শীঘ্রই সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠনের কাজও সেরে ফেলা হবে বলে জানিয়েছেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পর থেকে ‘এক সংস্থায় এক ইউনিয়ন’, এই লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিলেন ঋতব্রত। চা-বাগান শ্রমিক সংগঠনের ক্ষেত্রেই প্রথম সাফল্য এল।