কেন্দ্রীয় বাহিনী পক্ষপাতদুষ্ট কমিশনে অভিযোগ তৃণমূলের

কমিশনে চিঠি দিয়ে সোমবার এমনই অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস৷ আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন।

Must read

প্রতিবেদন : জাতীয় নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। কমিশনে চিঠি দিয়ে সোমবার এমনই অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস৷ আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। তার আগে রাজ্যে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার করে যেভাবে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার চেষ্টা করছে জাতীয় নির্বাচন কমিশন সেই আচরণ সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী, চিঠিতে এমনই অভিযোগ জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ’ও ব্রায়ান। সোমবার বিকেল পাঁচটায় শেষ হচ্ছে উপনির্বাচনের প্রচার। তার আগে দুপুর সাড়ে তিনটেয় কমিশনের ফুল বেঞ্চ তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দলকে সাক্ষাতের জন্য সময় দিয়েছিল৷ প্রচারের সময়সীমা শেষ হওয়ার মাত্র দেড় ঘণ্টা আগে ডেকে কীভাবে কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার বন্ধ করবে কমিশন? প্রশ্ন তুলেছে তৃণমূল। এই প্রসঙ্গেই ডেরেকের তোপ, নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তাই তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। মনে হচ্ছে বিজেপিকে সুবিধে পাইয়ে দিতেই অনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকছে কমিশন৷ ডেরেক ও’ব্রায়ানের মতোই কমিশনকে বিঁধেছেন দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেও৷ তাঁর দাবি, একটি গণতান্ত্রিক দেশের ভোট নিয়ামক সংস্থা হওয়ার পরেও নির্বাচন কমিশন যেভাবে বিজেপিকে সুবিধে পাইয়ে দিচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক৷ কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচনী পরিবেশ প্রদান করতে দায়বদ্ধ৷ তারা বিজেপির হাতের পুতুল হিসেবে কাজ করতে পারে না৷

আরও পড়ুন-কু-কথার জের, ট্রেনি সভাপতিকে শোকজ কমিশনের, জবাব তলব উত্তর দিতে হবে রাত ৮টার মধ্যে

গত শনিবারই নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল৷ রাজ্যের উপনির্বাচনের আগে বিভিন্ন এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের হুমকি দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং তাদের সঙ্গে থাকা বিজেপি নেতারা, কমিশনে জমা দেওয়া স্মারকলিপিতে লিখিতভাবে এই অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে তৃণমূল দাবি তুলেছিল বিজেপি সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে এবং তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে৷ তৃণমূলের চিঠির পরিপ্রেক্ষিতে কোনও পদক্ষেপও করেনি কমিশন৷ এর পরে রবিবার রাতে তৃণমূল কংগ্রেসকে ইমেল করে জানানো হয়, সোমবার দুপুর সাড়ে তিনটেয় সাক্ষাতের জন্য৷ প্রচারের শেষ লগ্নে শুধুমাত্র লোকদেখানোর জন্যই কমিশন তৃণমূলের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে, তাদের আসল উদ্দেশ্য হল বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়া।

Latest article