চার কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। ভোট গণনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তিনটি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আরও পড়ুন-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে উত্তরে উল্লাস
দিনহাটায় প্রার্থী করা হয়েছে উদয়ন গুহকে। শান্তিপুর বিধানসভায় প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। খড়দহ বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হবেন তা আগেই জানিয়েছিলেন নেত্রী৷ আজ আনুষ্ঠানিক ভাবে তাঁরও নাম ঘোষণা করেন তিনি। যদিও গোসাবা কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। এই কেন্দ্রের জন্য দুটি নাম বলেন দলনেত্রী। বাপ্পা নস্কর এবং সুব্রত মন্ডল। তিনি বলেন, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে আলোচনা করে এই দুজনের কাকে দল গোসাবা কেন্দ্রে প্রার্থী করবে সেটা ঠিক করা হবে।
আরও পড়ুন-আরও চার আসনে উপনির্বাচন, ভবানীপুরে জয়ের পরেই তিন কেন্দ্রের প্রার্থী ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
এর ঘন্টা দেড়েক পরে দলের তরফে জানিয়ে দেওয়া হয়, গোসাবা কেন্দ্রে দলের প্রার্থী হলেন সুব্রত মণ্ডল।