সংবাদদাতা, হুগলি : একুশের শহিদ সমাবেশের বাকি আর কয়েকটা দিন। এর মধ্যেই বুধবার উত্তরপাড়া |(Uttarpara) রাজা প্যারীমোহন কলেজে শ্রীরামপুর-আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের আয়োজনে একুশের প্রস্তুতিসভায় যোগ দিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
আরও পড়ুন-এনসিইআরটির অষ্টম শ্রেণির নয়া পাঠ্যবইয়ে ধর্মীয় বিভাজনের চেষ্টা
তিনি বলেন, ১৯৯৩ সালে ভোটারদের সচিত্র পরিচয়পত্রের দাবিতে আন্দোলন করতে গিয়ে ১৩ জন তরতাজা সৈনিক মৃত্যুবরণ করেছেন। আর এবছর একুশে জুলাইয়ের সমাবেশের আগে সেই ভোটার তালিকায় সংশোধন অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তাঁর আরও বক্তব্য, দলের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। দলের সেই শিষ্টাচার আমাদের সবাইকে বজায় রাখতে হবে। তৃণমূল কংগ্রেসে একজনই নেত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আর একজনই সেনাপতি, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের সমাবেশে সবাই সংগঠিতভাবে যাবে এবং দলনেত্রী যে বার্তা দেবেন, তা আগামী ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে পৌঁছে দিতে হবে মানুষের দুয়ারে-দুয়ারে।