সামনেই লোকসভা ভোট (Loksabha election)। আর তার আগে ব্রিগেড সমাবেশের ডাক দিল তৃণমূল কংগ্রেস। আগামী ১০ মার্চ হবে বাংলার শাসকদলের ব্রিগেড সমাবেশ। তৃণমূলের তরফে এদিন পোস্টার প্রকাশ্যে এনে সমাবেশের কথা জানানো হয়েছে। ব্রিগেড সমাবেশের নামকরণ করা হয়েছে জনগর্জন সভা। সেই সভার মূল বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা-সহ বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মুখ খোলা হবে হবে এবারের সমাবেশ থেকে। মূলত কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার কথাই সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।
আরও পড়ুন-কলকাতায় প্রয়াত কিংবদন্তি পরিচালক কুমার সাহানি
২০১৯ সালের লোকসভা ভোটের আগেও ব্রিগেডে সমাবেশ করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সমাবেশে জাতীয় স্তরের বিজেপি বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবারেও লোকসভা ভোটের আগে ব্রিগেডের সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে পারেন। একাধিক সভা করতে পারেন তিনি। এর কয়েক দিন পরই হতে চলেছে তৃণমূল কংগ্রেসের মেগা ব্রিগেড সম্মেলন।