গোয়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদল, ফাতোরদায় প্রার্থী হলেন সিওলাভিলা ভাস, নতুন সামনে আনাই দলের লক্ষ্য বললেন ফালেরিও

Must read

গোয়ার (Goa) ফাতোরদা আসনে প্রার্থী পরিবর্তন হল তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress)। দলের সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ বর্ষীয়ান লুইজিনহ ফালেরিওকে (Luizinho Faleiro) এই আসনে প্রার্থী করেছিল দল। শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হল ফাতোরদা আসন থেকে ফালেরিও বদলে প্রার্থী হলেন তরুন তুর্কী আইনজীবী সিওলাভিলা ভাস (Seoula Avilia Vas)।

এদিন গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফালেরিও (Luizinho Faleiro) বলেন, দল সিদ্ধান্ত নিয়েছে আরও বেশি করে নতুন তরতাজা মুখ অর্থাৎ নতুন প্রজন্মকে সামনের সারিতে আনবে। বিশেষ করে মহিলাদের। তাই ফাতোরদায় সিওলাভিলা ভাসকে প্রার্থী করা হয়েছে। তিনি খুবই ভালো প্রার্থী। একই সঙ্গে ফালেরিওর বক্তব্য, এখানে বিতর্ক খুঁজতে যাওয়া অর্থহীন। দল আমাকে সর্বভারতীয় সহ সভাপতি করেছে। সাংসদ করেছে। এখন আমাদের একটাই লক্ষ্য, এই বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানো। আমি দলের সাংগঠনিক কাজেই বেশি করে দিচ্ছি।

আরও পড়ুন-সাংবিধানিক ঐতিহ্য ধ্বংসকারী মোদি সরকার

এদিনের সাংবাদিক বৈঠকে ফালেরিওর সঙ্গে ছিলেন গোয়ায় দলের ইনচার্জ সাংসদ মহুয়া মৈত্র, আলেমাও চার্চিল ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Latest article