অবিলম্বে সই করুন অপরাজিতা বিলে, বৃহস্পতিবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে দাবি জানাল তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল৷ ৬ মাস আগে রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছিল অপরাজিতা বিল, যেখানে ধর্ষণের অপরাধীদের নূন্যতম যাবজ্জীবন সশ্রম কারাবাস এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের সুপারিশ করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রণীত এই বিলটি এখনও আইনে রূপান্তরিত হয়নি৷ রাজ্য বিধানসভায় বিলটি পাশ হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছিলেন রাজ্যপাল৷ তারপরেও দেশের প্রথম নাগরিকের অফিস থেকে বিলটিকে সবুজ সঙ্কেত দেওয়া হয়নি৷
আরও পড়ুন-শহরের অপরাধপ্রবণ এলাকা বা জ়োন চিহ্নিত করে সিসিটিভি লাগানোর নির্দেশ নগরপালের
এর পরেই দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল চেষ্টা চালাচ্ছিল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বিলটিকে অনুমোদন দেওয়ার অনুরোধ জানাবে বলে৷ অবশেষে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়৷ লোকসভার তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়ানের নেতৃত্বে তৃণমূলের ১১ (৯ জন মহিলা) সাংসদ এদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ’ও ব্রায়েন, সায়নী ঘোষ, জুন মালিয়া, মিতালি বাগ, সাজদা আহমেদ, সুস্মিতা দেব, মহুয়া মৈত্র, দোলা সেন, প্রতিমা মণ্ডল এবং সাগরিকা ঘোষ৷ এই প্রতিনিধি দলের তরফে রাষ্ট্রপতিকে বোঝানো হয় কেন তাঁরা চাইছেন দ্রুত এই বিলটি কার্যকর করা হোক৷ এই প্রসঙ্গে রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়েছে তৃণমূল প্রতিনিধি দলের তরফে৷ রাষ্ট্রপতি তাঁদের কথা মন দিয়ে শুনেছেন এবং এই বিষয়ে তাঁদের আশ্বাস দিয়েছেন বলে সাক্ষাৎপর্বের শেষে জানান তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায়, সর্বসম্মতির মাধ্যমে গত বছর রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল পাশ হলেও, সেই বিলে অনুমোদন আসছে না। বিলম্ব হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে, রাষ্ট্রপতির কাছে মহিলা সাংসদদের নিয়ে উপস্থিত হয়েছিলাম।
আরও পড়ুন-যোগীরাজ্যে বিয়েবাড়িতে চিতাবাঘ, বাঘ উদ্ধারে আহত বনকর্মী
তাঁকে জানিয়েছি, নিশ্চিত ভাবে মৃত্যু অথবা যাবজ্জীবন কারাদণ্ড, দোষী এবং ধর্ষকদের এই ধরনের শাস্তি প্রদানের ক্ষেত্রে এই বিলের মাধ্যমে নতুন দিগন্ত খুলে দিয়েছে রাজ্য। তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল জানান, রাজ্যপালের তরফে রাষ্ট্রপতির সম্মতির কথা বলে এই গুরুত্বপূর্ণ বিলটিকে আটকে রাখা হয়েছে। বিলটির বিষয়ে রাষ্ট্রপতিকে এদিন সবিস্তারে জানানো হয়েছে। বিলটি যাতে তিনি দ্রুত কার্যকর করেন তৃণমূল সংসদীয় প্রতিনিধি দলের তরফে সেই দাবিও জানানো হয়েছে।