প্রতিবেদন : উত্তর থেকে দক্ষিণ— সমবায়, বিদ্যালয় পরিচালন সমিতি ও বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে রাজ্যজুড়ে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের। তমলুক এআরডিবি ব্যাঙ্কের নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিপুল জয় পেলেন। উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশন ও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতেও বড় জয় হাসিল করেছে তৃণমূল। জয় এসেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে হাই মাদ্রাসা ও বিদ্যালয়ের পরিচালন সমিতি নির্বাচনেও। তমলুকের এআরডিবি ব্যাঙ্কের নিশ্চিত হার বুঝে নন্দীগ্রামে সন্ত্রাস চালায় তৃণমূল। হামলা ও বোমাবাজি চালিয়েও শেষরক্ষা হয়নি। ৫৬-১৩ ব্যবধানে ধরাশায়ী হয় বিজেপি-জোট। ১২টি ব্লকের মধ্যে ডিরেক্টর্স ভোটে ১০টিতে জয়ী তৃণমূল, বিরোধীরা একটি, অন্যটি অমীমাংসিত। এই বিপুল জয়ের সমবায়ের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের নেতা আশিস চক্রবর্তী জানান, গ্রামীণ পটভূমি পরিবর্তনে সমবায়ের ভূমিকা অপরিসীম, তা আজ আবারও প্রমাণিত হল। আগামী বিধানসভা নির্বাচনে এই জয় পূর্ব মেদিনীপুরে আমাদের ব্যাপক সাফল্য আনবে। তিনি এই জয়ের জন্য সাধারণ মানুষ, তৃণমূল কর্মী ও সমবায়ীদের অভিনন্দন জানান। এই জয়ে উচ্ছ্বসিত মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মানসকুমার পন্ডা।
আরও পড়ুন-দিনের কবিতা
উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোট ১৭টি আসনের মধ্যে ১৫টিতে জয় পেল তৃণমূল। শনিবার রাতে ফলাফল প্রকাশের পর উৎসবের শুরু হয়ে যায় রায়গঞ্জ আদালত চত্বরে। জেলা তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস বলেন, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি, কংগ্রেস, সিপিএম ও নির্দলের অশুভ জোট হয়েছিল। তারা ধূলিসাৎ হয়ে গিয়েছে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, এটা বড় জয়। তৃণমূলকে সমর্থন করার জন্য আইনজীবীদের শুভেচ্ছা।
আরও পড়ুন-আজ ঋতব্রতর মনোনয়ন পেশ
ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমর্থিত আইনজীবী সংগঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। তৃণমূলের পক্ষে ৯ জন অংশগ্রহণ করলে বিরোধী পক্ষের কেউ মনোনয়ন পেশ করেননি। বার অ্যাসোসিয়েশনের সভাপতি হন কিঙ্কর দাস, সহ-সভাপতি নিয়ামতুল্লাহ সর্দার, সম্পাদক পীতবাস মণ্ডল, সহ-সম্পাদক মানস দাস ও কামাল হাসান সাহা। কালচারাল সম্পাদক হন বিজয় মণ্ডল, সহ-সম্পাদক টুম্পা বিশ্বাস, কোষাধ্যক্ষ হন জয়দীপ সরকার।
বসিরহাট ১ নম্বর ব্লকের নিমদাড়িয়ার কোদালিয়া আমিনিয়া হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়টি আসনেই জয়লাভ করেন। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়।