গোয়ায় কোভিড বিধি ভেঙে সভা করার জন্য এবার প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে এবার নির্বাচন কমিশবনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। একই সঙ্গে অভিযোগ জানানো হয়েছে নভেলিম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সহ বেশ কিছুজনের বিরুদ্ধেও।গোয়ায় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কিশোর নারভেকার গোয়ার নির্বাচন কমিশনারের অফিসে অভিযোগ পত্র পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।
আরও পড়ুন – টেলিমেডিসিন প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার
বিভিন্ন ধারা উল্লেখ করে কমিশনকে পাঠানো চিঠিতে দলের তরফে কংগ্রেস দলের জাতীয় তকমা বাতিল এবং গোয়ায় প্রিয়াঙ্কা গাঁধিকে আর একটিও সভা, মিছিল সহ কোনো রাজনৈতিক কর্মসূচি যাতে করতে না দেওয়া হয় সেই দাবীও জানানো হয়েছে। এছাড়াও সব জেনেশুনেও কোভিড বিধি ভাঙায় প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবীও করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
গোয়ায় তৃণমূল কংগ্রেস যথেষ্ট চাপে ফেলেছে বিজেপি, কংগ্রেস সহ অন্যান্য দলগুলিকে। কাউকে এক ইঞ্চিও জমি ছাড়বে তৃণমূল কংগ্রেস। লড়াই হবে চোখে চোখ রেখে।