সংবাদদাতা, জলপাইগুড়ি : রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) যেন নিজেই পতনের প্রতিভূ। শুক্রবার ময়নাগুড়িতে নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন সিবিআই তদন্ত নিয়ে উসকানি দিতে। কাজ হয়নি। উল্টে খাটে বসতে গিয়ে খাট ভেঙে ফেলেছেন। গরিবের সংসারে ভাঙা খাট বাতিল করে নতুন কেনা অসম্ভব। প্রকৃত সাহায্যকারী হিসাবে শনিবার নতুন খাট নিয়ে হাজির হলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল (Trinamool Congress) যুব সভাপতি তথা জলপাইগুড়ির উপপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। নির্যাতিতার বাড়িতে গিয়ে বিরোধী দলনেতাকে বাংলার রাজনীতিতে গোপালভাঁড় বলে অভিহিত করলেন। সৈকতের সঙ্গে ছিলেন ময়নাগুড়ি ২ নম্বর ব্লক যুব তৃণমূল (Trinamool Congress) সভাপতি মনোজ দেবনাথ। সৈকত বলেন, ‘শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ময়নাগুড়িতে এসে ওই পরিবারের কতটা উপকার করতে পেরেছেন জানি না, তবে দরিদ্র পরিবারের খাটটা ভেঙে দিয়ে গিয়েছেন। নির্যাতিতার পরিবারকে উসকানি দিয়েও কোনও কাজ হয়নি। তাই বাংলার রাজনীতিতে তাঁকে গোপালভাঁড় ছাড়া আর কিছুই বলা যায় না।’ এদিন নতুন খাট দেওয়ার পাশাপাশি মৃতার ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন সৈকত। নির্যাতিতার বাবা এদিন জানান, প্রথম থেকেই তৃণমূল এবং প্রশাসন তাঁদের পাশেই ছিল।
আরও পড়ুন: শনি-সন্ধেয় ঝড়-বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি-সহ ২ চব্বিশ পরগনায়