সুন্দরবনের ইয়াস-ক্ষতিগ্রস্ত, বাঘবিধবাদের পাশে তৃণমূল কংগ্রেসের ক্রীড়া সেল

Must read

সংবাদদাতা, ক্যানিং : বৃহস্পতিবার সুন্দরবনের নফরগঞ্জে বিরিঞ্চিবাড়ি ঠাকুরঘেরি গ্রামে ৪০০ দুঃস্থ পরিবার ও ইয়সের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ক্রীড়া সেলের চেয়ারপার্সন বাবুন বন্দ্যোপাধ্যায়। বাঘবিধবাদের পাশেও দাঁড়ান তিনি। সঙ্গে ছিলেন ফুটবলার লামাং ভুটিয়া, সাঁতারু প্রশান্ত কর্মকার ও রবীন বলদেও প্রমুখ।

আরও পড়ুন: ভাড়া না পেয়ে জেলা অফিসে তালা দিলেন বিজেপি বিধায়ক

বাবুন বলেন, সুন্দরবনের বাঘবিধবাদের পাশে সরকার সব সময় আছে। তাঁদের পরিবারের সার্বিক উন্নয়নে যা যা করণীয় তা করা হবে। দুই দুঃস্থ মহিলার চিকিৎসার দায়িত্ব নেন তিনি। লামাং ভুটিয়া বলেন, সুন্দরবনের প্রতিভাবান ছেলেমেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ করে দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এলাকার ভূমিপুত্র বাংলার গৌরব পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ওয়াটারপোলো খেলোয়াড় রবীন বলদেওর উদ্যোগে অনুষ্ঠানটি হয়।

Latest article