সংবাদদাতা, মথুরাপুর : দক্ষিণ ২৪ পরগনায় ফের বড়সড় ভাঙন আইএসএফ শিবিরে। রবিবার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে ছিল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা। সেই সভাতেই বড়সড় ধাক্কা খেল বিরোধী শিবির। সভায় কুলপির আইএসএফ ব্লক সভাপতি নূর সালাম মোল্লা-সহ মোট ৩৪ জন জনপ্রতিনিধি তৃণমূলে যোগদান করেন। এঁদের মধ্যে রয়েছেন গ্রামসভার সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যরাও। এই সভার আয়োজন করেন সুন্দরবন সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বাপি হালদার।
আরও পড়ুন-বিশ্ব-দাবায় দুই বঙ্গতনয়ের ঐতিহাসিক সাফল্য, গর্বিত বাংলা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
তাঁর হাত থেকেই যোগদানকারীরা তৃণমূলের পতাকা তুলে নেন। এ ছাড়াও ছিলেন, বিধায়ক যোগরঞ্জন হালদার ও সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি জয়দেব হালদার। তৃণমূলে যোগ দিয়ে নূর সালাম মোল্লা বলেন, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারায় শামিল হতে আমরা এই দলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিলাম। আগামী দিনে এলাকায় আরও উন্নয়নের কাজ যাতে করা যায় সেই লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আমাদের এগিয়ে আসা। সাংসদ তথা যুব সভাপতি বাপি হালদার বলেন, মথুরাপুর লোকসভা কেন্দ্রে একের পর এক বিরোধী দল থেকে নেতা ও কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এই যোগদান।