উত্তরপ্রদেশে একটি বাড়ি থেকে উদ্ধার তিন শিশু-সহ একই পরিবারের পাঁচ জনের দেহ। শনিবার এই নিয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি শুক্রবার রাতে নবাবগঞ্জ থানার খাগলপুর গ্রামে ঘটেছে। কিছুদিন আগেই মিটল ভোট পর্ব। নতুন করে রাজ্যের ক্ষমতায় আসার পরে এই ঘটনা যোগী সরকারকে ফের বিরোধীদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পুলিশ যদিও এই বিষয়ে দাবি করে, ঘটনাটি আত্মহত্যার।
আরও পড়ুন-ডবল ইঞ্জিন সরকারের অধীনে উত্তরপ্রদেশে নারী ও শিশু সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন শশী পাঁজা
এই ঘটনাকে কেন্দ্র করেই এবার সরব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সমীর চক্রবর্তী লেখেন, ‘এটা লজ্জার বিষয়। আইন-শৃঙ্খলা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা পরিকাঠামো প্রতিটি ক্ষেত্রেই বারবার ইউপির জনগণকে ব্যর্থতা দেখিয়েছে বিজেপি সরকার’।
It’s a shame that @myogiadityanath is repeatedly failing the people of UP in EVERY SINGLE ASPECT – from law & order to healthcare infrastructure…#DoubleEngineDisaster https://t.co/NNxZMDYvKq
— Samir Chakraborty (@SamirCh39841787) April 23, 2022
এই নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ও আইনসভার সদস্য সোহম চক্রবর্তী। তিনি নিজের টুইটারে এদিন লেখেন, ‘যোগী আদিত্যনাথ, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আবার ব্যর্থতার পরিচয় দিলেন।’
SHOCKING!@myogiadityanath ji, as a CM you have failed your people yet again!#DoubleEngineDisaster#NoLawAndOrderInUP https://t.co/rOCSauBz3e
— Soham Chakraborty (@myslf_soham) April 23, 2022