আগামী ১৩ই নভেম্বর ছ’টি বিধানসভা (Bidhansabha) আসনে আছে উপনির্বাচন (byelection)। সেই নিয়ে চলছে জোর কদমে প্রচার। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সম্পন্ন হবে এই নির্বাচন। শনিবার ওই ছয়টি আসনে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আজ, রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সিতাই-সঙ্গীতা রায়, মাদারিহাট- জয়প্রকাশ তোপ্পো, নৈহাটি-সনৎ দে, হাড়োয়া-এস.কে রবিউল ইসলাম, মেদিনীপুর-সুজয় হাজরা, তালডাংরা- ফাল্গুনী সিংহবাবু|
আরও পড়ুন-রাজধানীতে সিআরপিএফ স্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণ, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড-ফরেন্সিক
প্রসঙ্গত, হাড়োয়া থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের মেজো পুত্র। তিনি জেলা পরিষদের সদস্য হয়েছিলেন। ২০২৪ এর প্রথম দিকে তিনি পদত্যাগ করেন। মেদিনীপুরের সুজয় হাজরা তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি। সাধারণত উপনির্বাচনের ফল শাসকদলের পক্ষে যায়। যে ৬টি কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে ৫টি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। স্বাভাবিকভাবেই খারাপ কোনও ফল হলেই বিরোধীরা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে। তাই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট যুদ্ধের প্রস্তুতিপর্ব।