দেবী কালী নিয়ে তৃণমূলের বক্তব্য

Must read

প্রতিবেদন : কালী (Devi Kali) প্রসঙ্গে সাংসদ মহুয়া মৈত্রের বিবৃতি নিয়ে সাম্প্রতিক হইচই নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কয়েকটি বিষয় স্পষ্ট করতে চায়। দলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘােষ বলেন,
ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্টে মহুয়া মৈত্রের করা মন্তব্যসমূহ একান্তই তাঁর ব্যক্তিগত।

সব সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস এবং ভক্তদের ধর্মাচারণের পদ্ধতি সম্পর্কে আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল। এটাই বাংলার ঐতিহ্য । আমাদের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলতে চাই।
দেবী কালীর যে পোস্টার ধর্মীয় অনুভূতি মারাত্মকভাবে আহত হয়েছে, সেই পোস্টার ও দৃষ্টিভঙ্গির আমরা কঠোর নিন্দা ও তীব্র বিরোধিতা করছি।

আরও পড়ুন: প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা জেলাশাসকের স্বাস্থ্যসাথীর রোগী ফেরানো যাবে না

সংবিধান আমাদের ধর্ম ও বিবেকের স্বাধীনতা দিয়েছে, এদেশের সকল নাগরিকেরই অধিকার রয়েছে নিজস্ব বিশ্বাস অনুশীলন করার। যিনি বা যাঁরা দেশের একটিমাত্র ধারণা আরোপ করার চেষ্টা করছেন তাঁরা আসলে সংবিধানের-ই বিরুদ্ধাচারণ করছেন।

Latest article