প্রতিবেদন: বাংলার মাটিতে ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে বিজেপির ফায়দা লোটার চক্রান্ত শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার দিল্লিতে দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সরকারি সূত্রে দাবি, এই বৈঠকেই স্থির হয়েছে আসন্ন পুজোর মরশুমের পরেই বাংলা-সহ বিভিন্ন রাজ্যে এসআইআর করবে নির্বাচন কমিশন।
আরও পড়ুন-মা ভবানী, দেবী চৌধুরানি মন্দিরের সংস্কারে উদ্যোগ
বিহারে কমিশনের এই উদ্যোগ ঘিরে তুমুল বিতর্ক দেখা দিয়েছে৷ কারণ দেশের শীর্ষ আদালতে এখনও নিষ্পত্তি হয়নি এসআইআর-কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলার। কমিশনের অপচেষ্টার তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ মালা রায়। বাংলায় এসআইআর প্রয়োগের মাধ্যমে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের এই ভাবনা অলীক স্বপ্ন। বাংলার মানুষ তৃণমূলকেই চায়। তৃণমূলই বাংলায় জিতবে, নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে। তাঁর প্রশ্ন, কীভাবে শীর্ষ আদালতে বিচারাধীন একটি বিষয় নিয়ে হস্তক্ষেপ করছে কমিশন?