সংবাদদাতা, কোচবিহার : দুষ্কৃতীদের হাতে আক্রান্ত গ্রামবাসীর পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। কোচবিহার ২ ব্লকের খোলটা মরিচবাড়ি এলাকায় গ্রামবাসী আবুল মিয়ার বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। তাঁর বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে মঙ্গলবার আক্রান্ত গ্রামবাসীর বাড়িতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক-সহ দলের প্রতিনিধি দল। ওই গ্রামবাসীর বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আর্থিক সাহায্য করা হয়েছে।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, অন্যায়ভাবে এই গ্রামবাসীর বাড়িতে চড়াও হয়েছিল কিছু দুষ্কৃতী। খবর পেয়ে তাঁরা এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। মরিচবাড়ি এলাকায় নতুন রাস্তা তৈরির কাজ চলছে। আবুল মিয়া নামে এক গ্রামবাসীর অভিযোগ, জোর করে তাঁর জমি দখলের চেষ্টা করে দুষ্কৃতীরা। তিনি পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে ওই পরিবারের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শুভঙ্কর দে বলেন, দুষ্কৃতীরা অন্যায়ভাবে এই গরিব মানুষের বাড়ি ভেঙেছে৷ তাঁরা এদিন এই বাড়িতে গিয়ে বাড়ি তৈরির সাহায্য করার পাশাপাশি নিজেরাই বাড়ি তৈরির কাজে হাত লাগিয়েছেন৷