প্রতিবেদন: যোগীরাজ্যের পুলিশের হেনস্থার শিকার হলেন বাংলার সোনারপুরের তরুণী পুনিতা যাদব। জাত তুলে হেনস্থা করা হল তাঁকে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। তিনি বলেছেন, এই লজ্জাজনক ঘটনার পর বিজেপির মুখে বাংলার সমালোচনা মানায় না। বিজেপির মুখেই শুধু নারী ক্ষমতায়নের বুলি। একের পর এক নারী নিগ্রহের ঘটনা। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে স্বয়ং মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস অঠাওয়ালে। রামদাস কেন্দ্রের এনডিএ জোটের শরিক আরপিআই-এর প্রধান। যোগী আদিত্যনাথকে এই বিষয়ে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন ক্ষুব্ধ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
আরও পড়ুন-প্রতিরক্ষা দফতরের নাম বদলে দিলেন ট্রাম্প!
জন্মসূত্রে উত্তরপ্রদেশের বাসিন্দা পুনিতা যাদব সোনারপুরে রাজ্য পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শান্তি দাসের কাছেই বড় হচ্ছেন। অভিযোগ, আজ়মগড় থেকে বাসে করে দিল্লি যাওয়ার পথে পুনিতার বন্ধু রঞ্জেশের সঙ্গে এক যুবকের বচসা হয়। ওই যুবকের পরিচিত এক পুলিশকর্মী তাঁকে বাস থেকে নামিয়ে মারধর করেন বলে অভিযোগ। রঞ্জেশের কাছ থেকে দেড় লক্ষ নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়।
এর পরের ঘটনা আরও ভয়াবহ। বন্ধুকে নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুনিতাকে তাঁর জাত তুলে গালিগালাজ করা হয়ে বলে অভিযোগ। নিজস্ব সূত্র কাজে লাগিয়ে শান্তি কেন্দ্রীয় মন্ত্রী অঠাওয়ালের সঙ্গে যোগাযোগ করে গোটা ঘটনা জানান। ক্ষুব্ধ শান্তি বলেন, উত্তরপ্রদেশে পুলিশ এই ধরনের আচরণে তিনি হতবাক। এতদিন ধরে এভাবে পুনিতাদের হেনস্থা করা হচ্ছে! কেউ অভিযোগ নিতে বা পদক্ষেপ করতেই চাইছে না। ওরা সেই বাসের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেনি। তাই বাধ্য হয়ে আমরাই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি।