শনি ও রবি রাজ্য জুড়ে পথে তৃণমূল, সেনাদের সমর্থন ও শহিদ-তর্পণ

আগামী শনি ও রবিবার রাজ্য জুড়ে শহিদ জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে তৃণমূল। বুধবার নবান্ন থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন

Must read

প্রতিবেদন : পহেলগাঁও জঙ্গিহামলার জবাবে ভারতের প্রত্যাঘাতে ক্ষতবিক্ষত পাকিস্তান। কিন্তু পাকসেনার পাল্টা হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন বীর জওয়ানও। দেশের হয়ে লড়াইয়ে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা-সংহতি জানাবে তৃণমূল কংগ্রেস। শহিদদের পরিবারের প্রতিও সমবেদনা জানানো হবে।

আরও পড়ুন-জানি, কার উসকানি ছিল কৃষক অপহরণে

আগামী শনি ও রবিবার রাজ্য জুড়ে শহিদ জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে তৃণমূল। বুধবার নবান্ন থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। জননেত্রী জানিয়েছেন, দেশের হয়ে আত্মত্যাগ করেছেন যে জওয়ানরা, তাঁদের বলিদানকে শ্রদ্ধা জানাবে আমাদের দল। আগামী শনি ও রবিবার জওয়ানদের সলিডারিটি জানাতে তর্পণ হবে। দেশের জন্য যাঁদের প্রাণ চলে গেল তাঁদের শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। ওই দুদিন সেনাবাহিনীকে সম্মান জানিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে দুপুর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত কলকাতার সমস্ত ওয়ার্ড-সহ রাজ্যের সব ব্লকে, গ্রামাঞ্চলে শহিদদের সম্মান জানানো হবে।

Latest article