গিরিরাজকে পালটা তৃণমূলের

আইপ্যাক-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস।

Must read

প্রতিবেদন : আইপ্যাক-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-ই-রিকশা বা টোটো নথিভুক্তির সময়সীমা বাড়াল রাজ্য সরকার

দলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন বলেন, গিরিরাজ সিং ও কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের প্রাপ্য একশো দিনের কাজের টাকা, আবাসের টাকা-সহ মোট ১ লক্ষ ৯৫ হাজার কোটি টাকা চুরি করেছেন। গিরিরাজ সিংকে বলবো, আপনি আগে, বাংলার গরিব মানুষের প্রাপ্য সেই টাকা আগে বাংলার খেটে খাওয়া মানুষের হাতে ফেরত দিন, তারপর অন্য কথা বলুন। এটা বাংলার মানুষের অধিকারের টাকা, বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। বাংলা থেকেও আপনারা কর নিয়ে যান, কিন্তু বাংলার মানুষকে তাঁদের প্রাপ্য টাকা দেন না। বাংলার গরিব মানুষ কাজ করেছেন, সেই টাকা আপনারা না দিয়ে চুরি করেছেন, নানা জটিলতায় আটকে রেখেছেন। উত্তরপ্রদেশ, গুজরাতেও অনেক অভিযোগ ছিল, তবুও তাঁদের আপনারা টাকা দিয়েছেন, কিন্তু বাংলার টাকা আটকে রেখে এখন কথা বলতে এসেছেন! এসব বন্ধ করুন।

Latest article