আসন্ন ১০৮ টি পুরসভা নির্বাচনে পরিচিত নির্দল প্রার্থীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিল তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে যারা মনোনয়ন জমা দিয়েছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে নামতে হবে লিফলেট সহ৷ সাধারণ মানুষের কাছে গিয়ে বলতে হবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যাকে মনোনয়ন দিয়েছেন তাকেই যেন মানুষ ভোট দেন। তা না হলে নির্দল তথা গোঁজ প্রার্থীদের দল থেকে বহিস্কার করা হবে। অদূর ভবিষ্যতে তাদের আর দলে ফেরানো হবে না।
আরও পড়ুন-প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর প্রয়াণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা
ইতিমধ্যে মালদা, উত্তর চব্বিশ পরগণায় তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব পরিচিত নির্দল প্রার্থীদের এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকেও যথেষ্ট কড়া ভাবেই পুরভোটে দলীয় টিকিট বা পেয়ে ভোটে দাঁড়ানো নির্দলদের বহিস্কার বার্তা দিয়েছেন। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানালেন, নদিয়া জেলা নেতৃত্বের সুপারিশ অনুযায়ী এদিন ১০ জনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
আরও পড়ুন-প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত
উত্তর চব্বিশ পরগণায় এখনো পর্যন্ত ৫৭ জনকে গোঁজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই জেলার পুরভোটের অন্যতম কো-অর্ডিনেটর ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগণা জেলা নেতৃত্ব ও কো-অর্ডিনেটররা বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে পরিচিত নির্দল তথা গোঁজ প্রার্থীরা দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামতে হবে এবং এলাকায় লিফলেট বিলি করে বলতে হবে তিনি প্রার্থী নন। তৃনমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকেই ভোট দিন। যারা এটা না করবেন ৪৮ ঘন্টা পর দল তাদের বহিস্কার করবে। এদের ভবিষ্যতে আর দলে ফেরানো হবে না।
আরও পড়ুন-এবিজি শিপইয়ার্ড: তিন কর্তার বিরুদ্ধে লুকআউট নোটিস
১০৮ টি পুরভোটে যারা টিকিট না পেয়ে নির্দল বা গোঁজ হয়েছেন তাদের জেলা ভিত্তিক তালিকা তৈরি হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে এই গোঁজ প্রার্থীদের এবার বহিষ্কার করা হবে।