প্রতিবেদন : এবার হ্যাকারদের কবলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার (Twitter) হ্যান্ডেল। সোমবার মাঝরাতে তৃণমূল কংগ্রেস-এর অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। ঘটনায় তোলপাড় শুরু হয়ে যায়। যদিও দলের তরফে হ্যাক হওয়ার কথা স্বীকার করে নিয়ে সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেল হ্যাক করা হয়েছে। আমরা ট্যুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি যাঁরা সমস্যাটি সংশোধন করার জন্য কাজ করছেন। তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন-আমেরিকাতেও নিষিদ্ধ
তবে প্রায় ১৪ ঘণ্টা পর অ্যাকাউন্টটি আগের অবস্থায় ফিরে আসে৷ ঘটনার পর থেকে এআইটিসি-র অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টটি খুললেই দেখা যায় অ্যাকাউন্টের নাম ও লোগো বদলে গিয়েছে। এআইটিসি-র জায়গায় লেখা ছিল ‘যুগা ল্যাবস’। দলের প্রতীকের জায়গায় অন্য একটি লোগো চলে আসে। তবে কভার পিকচারে কোনও বদল হয়নি। সোমবার গভীর রাতে হ্যাকাররা এই কাণ্ড করেছে বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। হ্যাক হওয়ার পর যে যুগা ল্যাবস-এর নাম ও লোগো দেখা যাচ্ছিল তা আদতে একটি মার্কিন প্রযুক্তি কোম্পানি বলেই জানা গিয়েছে। তাদের সঙ্গে একটি বড় রাজনৈতিক দলের যোগাযোগ রয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে।
আরও পড়ুন-২২ গজকে মিস করছেন ঋষভ
দলের অফিসিয়াল ট্যুইটার হ্যাকের ঘটনাকে কোনও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে নারাজ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কীভাবে ও কী উদ্দেশ্যে ট্যুইটার হ্যাক করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে সাংবাদিকদের জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…