এসআইআরের প্রতিবাদে সংসদের ঘরে-বাইরে আপসহীন তৃণমূল

তীব্র আক্রমণ শানাবে গেরুয়া সরকারের বিরুদ্ধে। রবিবার স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

Must read

প্রতিবেদন: আসল সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার খেলায় মেতেছে মোদি সরকার। সেই কারণেই বাদল অধিবেশনের শেষ সপ্তাহেও এসআইআর প্রশ্নে কোনওরকমই সুর নরম করবে না তৃণমূল। তীব্র আক্রমণ শানাবে গেরুয়া সরকারের বিরুদ্ধে। রবিবার স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

আরও পড়ুন-রাজস্থানের বিজেপি নেতার ‘কীর্তি

বিরোধীদের তোলা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সংসদে আলোচনা না করে পালিয়ে যাওয়াই মোদি সরকারের পুরনো দস্তুর৷ এবারেও ঠিক সেই কাজই করতে চলেছে মোদি সরকার, যেখানে তৃণমূল কংগ্রেস-সহ গোটা ইন্ডিয়া জোটের তোলা এসআইআর ইস্যু নিয়ে সংসদের বাদল অধিবেশনের বাকি চারটি দিনে কোনওরকম আলোচনা না করেই পালানোর পরিকল্পনা করেছে মোদি সরকার৷ এই লক্ষ্যে সরকার হাতিয়ার করতে চলেছে মহাকাশচারী শুভাংশু শুক্লার সাফল্য নিয়ে বিশেষ আলোচনাকে৷ মোদি সরকারের নির্লজ্জ এই অবস্থানকে তুলোধোনা করেছে তৃণমূল কংগ্রেস৷ রবিবার নিজেদের অবস্থান স্পষ্ট করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, ভীতু মোদি সরকার প্রতিবারই বিরোধী শিবিরের তরফে তোলা দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদে আলোচনা না করে পালিয়ে যায়৷ এবারও ওরা তাই করবে, সংসদের সঙ্গে উপহাস করতে থাকবে৷ মনে রাখতে হবে, এটা সংসদ, মন কি বাত নয়৷ উল্লেখ্য, ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর ইস্যু নিয়ে বাদল অধিবেশনের শেষ সপ্তাহেও এই ইস্যুতে সুর নরম করবে না তৃণমূল কংগ্রেস৷ তাদের দেখানো রাস্তাতেই হাঁটবে গোটা বিরোধী শিবির৷ এসআইআর ইস্যুতে আলোচনার দাবি তুলে সোমবার সংসদের দুই কক্ষে বিরোধী শিবিরের তরফে জমা দেওয়া হতে পারে একাধিক মুলতুবি প্রস্তাব৷ একইসঙ্গে সভার ওয়েলে নেমে দেখানো হবে সরকার বিরোধী বিক্ষোভ৷ সঙ্গে থাকবে সংসদ পরিসরে অন্যান্য দিনের মতো প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিও৷ সোমবার সকালে দিল্লিতে সংসদ ভবনে আয়োজিত হবে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক৷ এদিন সংসদে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ ও লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ লোকসভায় দলের নেতা মনোনীত হওয়ার পরে অভিষেক বারবার দিল্লি ছুটে আসছেন, রাজ্যে তাঁর পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রেখে৷ এর আগে বাংলা ভাষার অসম্মান ও বাঙালিদের নির্যাতনের ইস্যুতে সংসদের মকরদ্বারের সামনে আয়োজিত তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভেও তিনি নেতৃত্ব দিয়েছেন৷ গত সপ্তাহের মতো সোমবারও তৃণমূল সাংসদরা সংসদের মকরদ্বারের সামনে বাংলা ভাষার অসম্মান এবং বিজেপিশাসিত রাজ্যে বাঙালিদের উপরে নির্যাতনের ইস্যুতে বিক্ষোভ দেখাতে পারেন৷

Latest article