বাংলার একাধিক ইস্যু-বঞ্চনা নিয়ে সরব হতেই সংসদ সচল থাকুক, চাইছে তৃণমূল কংগ্রেস

এ বিষয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাইডলাইনের কথা মনে করিয়ে দেন অভিষেক। মতবিনিময় করেন দলের সাংসদদের সঙ্গে।

Must read

প্রতিবেদন : বাংলার (WestBengal) দাবিদাওয়া যথাযথভাবে তুলে ধরতেই সচল রাখা জরুরি সংসদের অধিবেশন। বুধবার দলীয় সাংসদদের একথা স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সংসদভবনে দলীয় কার্যালয়ে সাংসদদের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হন তিনি। শীতকালীন অধিবেশনে সংসদে দলের রণকৌশল নিয়ে আলোচনা হয় বৈঠকে।

আরও পড়ুন-সব কাজে নজরদারি, নবান্নে মনিটরিং সেল

এ বিষয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাইডলাইনের কথা মনে করিয়ে দেন অভিষেক। মতবিনিময় করেন দলের সাংসদদের সঙ্গে। তাঁর কথায়, জনগণের ইস্যু তুলে ধরতে হবে সংসদে। তিনি বুঝিয়ে দেন, আদানি-ইস্যুতে অত বেশি গুরুত্ব নয়। সাধারণ মানুষের ইস্যুই তুলে ধরতে হবে সংসদে। দলনেত্রীর দেখানো পথেই। এদিনের বৈঠকে মনে করিয়ে দেওয়া হয়, বাংলার প্রতি বঞ্চনা, ভয়ঙ্কর বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলোতে বিশেষ জোর দেওয়া হবে। বিশেষভাবে তুলে ধরা হবে মণিপুরে আশঙ্কাজনকভাবে বেড়ে চলা অশান্তির বিষয়টিকে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে কেন্দ্র এবং সে-রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের নিদারুণ ব্যর্থতাকে। এছাড়াও গুরুত্ব পাবে সারের দামবৃদ্ধি এবং অপর্যাপ্ত সরবরাহ। সবমিলিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে ঝড় তুলে মোদি এবং তাঁর সরকারকে কোণঠাসা করতে প্রস্তুত তৃণমূল।

Latest article