প্রতিবেদন : বিজেপির পার্ট টাইম পরিযায়ী নেতা মিঠুন চক্রবর্তীকে ধুয়ে দিল তৃণমুল কংগ্রেস। বৃহস্পতিবার মিঠুন বলেন, অনুপ্রবেশকারীদের সরিয়ে দিলে তৃণমূল এখানে ৭০-এর বেশি আসন পাবে না। এর পাল্টা জবাবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, প্রবল গরমে কালো টুপি আর জোব্বা পরলে একটু মানসিক ভারসাম্যের সমস্যা হয়। তাঁর সংযোজন, বিজেপির প্রতিহিংসার জবাব দেবেন বাংলার মানুষ। তাঁর কথায়, ভোটপাখি মিঠুন ২০২১-এর লোকসভা নির্বাচনের আগেও রাজ্যে এসে বড় বড় ভাষণ দেন। আর তার জেরে কমে বিজেপির ভোট।
আরও পড়ুন-এসএসসি পরীক্ষা হবে দু’দিন ধরে
মিঠুনকে ‘গদ্দার’, ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করে কুণাল বলেন, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মিঠুনকে রাজ্যসভায় পাঠান, তখন তিনি বলেছিলেন, মমতা আমার বোন, তার পাশে আজীবন থাকব। এখন মামলা থেকে বাঁচতে মোদি-শাহর পা ধরে বিজেপি করছেন। বাংলা তথা বাঙালি এর জবাব দেবে। বিজেপি-শাসিত রাজ্যগুলিতে, বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগ ওড়ানোয় মিঠুনকে একহাত নেন তৃণমূলের মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, যে রাজ্যে অত্যাচার হচ্ছে, সেই রাজ্য সরকার মানছে, তারা বাংলার সঙ্গে কথা বলছে, আর মিঠুন চক্রবর্তী মানছেন না! যদি বাংলাভাষীদের হেনস্থা করা না হয়, তাহলে কেন্দ্রীয় সরকার কেন তাঁদের বাংলাদেশে পাঠাল আবার ফিরিয়ে আনল! এর পরেই দেবাংশু বলেন, মিঠুন বাঙালি। তাঁকে নিয়ে একসময়ে আমাদের গর্ব ছিল। কিন্তু তিনি বাংলার জন্য কী করছেন? তিনি মুম্বইয়ে থাকেন। আর ভোটের সময় ফায়দা লুঠতে বাংলায় আসেন।