প্রতিবেদন : কাঁথির ভগবানপুরে শটুপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে বিরোধীদের প্রায় দুরমুশ করে জয় পেল তৃণমূল কংগ্রেস (TMC)। শুক্রবার এই সমিতির ভোটের ফলাফলে দেখা যায়, ১২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৯টি এবং বিজেপি ৩টি আসন। প্রসঙ্গত, দীর্ঘদিন এই সমিতিতে কোনও নির্বাচন হয়নি। ফলে প্রশাসক নিযুক্ত করে কাজ চালানো হচ্ছিল। অনেক দিন পর হওয়া নির্বাচনকে ঘিরে এলাকায় কয়েকদিন রাজনৈতিক তৎপরতা ছিল তুঙ্গে। তবে শেষ পর্যন্ত বাজিমাত করে তৃণমূল (TMC)। ফলাফল ঘোষণা হতে দেখা গেল, বিজেপিকে কার্যত একেবারে পর্যুদস্ত করে জয়ী হয়েছে তৃণমূল। ফলে জয়ের আনন্দে মিষ্টিমুখ ও আবিরখেলায় মাতেন তৃণমূলের নেতা-কর্মীরা। ব্লক তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডলের কথায়, বাংলায় তৃণমূলই শেষ কথা প্রমাণিত। প্রার্থী ও সমবায়ের ভোটারদের অভিনন্দন।