সংবাদদাতা, নন্দীগ্রাম : সমবায় সমিতির নির্বাচনে খাতাই খুলতে পারল না বিজেপি। নিরঙ্কুশ জয় পেল তৃণমূল। ফলে বুধবার নন্দীগ্রামের গড়চক্রবেড়্যা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে মুখ পুড়ল বিজেপির। এই সমিতির পরিচালকমণ্ডলীর সদস্য নির্বাচনের ১২টি আসনেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা। মনোনয়ন পর্বেই তিনটি আসনে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। বুধবার বাকি ৯টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও একটিতেও জয়ের মুখ দেখতে পেল না বিজেপি। তাদের প্রতি টিপ্পনি শুরু করেছেন তৃণমূল নেতারা।
আরও পড়ুন-বাংলার জাতীয়তাবাদী ছাত্র আন্দোলন বিস্মৃতপ্রায় অতীত থেকে বিস্ময় জাগানো আগামী
উল্লেখ্য, সকাল থেকেই নির্বাচন ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ছিল। বিকেলে একের পর এক আসনে তৃণমূলের জয় ঘোষণা হতেই এলাকা ছেড়ে হাওয়া হয়ে যান বিজেপি নেতারা। বিকেল নাগাদ সব ক’টি আসনে জয়ের খবর ছড়িয়ে পড়তেই সবুজ আবির মেখে বিজয়োল্লাসে মেতে ওঠেন জয়ী প্রার্থী ও নেতারা। মোট ভোটার ৬৭২-এর মধ্যে ভোট পড়ে ৯২%। এই সমবায়টি কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। সেখানে সংরক্ষিত আসনের জন্য বিজেপি প্রধান থাকলেও আসন সংখ্যার দিক থেকে এগিয়ে তৃণমূল। এবার সমবায় ভোটে তৃণমূলের কাছে একেবারে কুপোকাত বিজেপি। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়, ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ, তৃণমূল নেতা শেখ সুফিয়ান, আবু তাহের-সহ অন্যরা। তাঁরা জানান, বিজেপি সব সময় দাবি করে হিন্দুদের সব ভোট তাদের। আজকের ভোটে স্পষ্ট হয়ে গিয়েছে, বিজেপির পাশে কোনও ধর্মই নেই। বিধানসভা নির্বাচনে প্রায় পঞ্চাশ হাজার ভোটে এখানে আমরা বিজেপিকে হারাব।