সংবাদদাতা, রায়গঞ্জ : আরও একটি সমবায় সবুজ হল। কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তায় শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট৷ রাতে ফলাফল ঘোষণা হয়। তাতে ১২ টি আসনের মধ্যে ১২ টি তেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। ফল ঘোষণা হতেই বিজয় উল্লাসে মেতে ওঠে তৃণমূলের নেতা কর্মীরা৷ একে অপরকে সবুজ আবীরে রঙিয়ে উচ্ছ্বাসে সামিল হন তারা৷
আরও পড়ুন-স্বপ্নপূরণের শেষ-যুদ্ধে সুনীলই কাঁটা, আজ আইএসএল ফাইনালে মোহনবাগান বনাম বেঙ্গালুরু
রাধিকাপুর হাইস্কুলে কড়া পুলিশি নিরাপত্তায় ভোট গ্রহণ পর্ব চলে। কালিয়াগঞ্জের রাধিকাপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির ১২ টি ডিরেক্টর পদের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৬ জন প্রার্থী। এর মধ্যে তৃণমূল লড়ছে ১২টি আসনেই৷ ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সমবায় সমিতির নির্বাচনে এই জয়ে উচ্ছ্বসিত কর্মীসমর্থকরা