কার্তিক ঘোষ ও রাখি গড়াই, বাঁকুড়া : বাঁকুড়ার তিনটি পুরসভা বাঁকুড়া সদর, বিষ্ণুপুর এবং সোনামুখীতে বিপুল ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিজেপি একমাত্র বিষ্ণুপুরে দুটি আসন ছাড়া কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। সোনামুখীতে বিজেপি দুটি আসনে তিন অঙ্কের সংখ্যায় ভোট পেয়েছে মাত্র। বাঁকুড়া ২৪ আসনের মধ্যে ২১ আসন তৃণমূলের (Trinamool Congress) দখলে। তিনটি পেয়েছে নির্দলরা। বিষ্ণুপুরে ১৯ আসনের মধ্যে বিজেপি পেয়েছে দুটি, নির্দল ৪ এবং তৃণমূল ১৩টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সোনামুখীর ১৫ আসনের মধ্যে সিপিএম পেয়েছে ২টি আসন, নির্দল ৪টি এবং তৃণমূলের ঝুলিতে এসেছে ৯টি আসন। উল্লেখ্য, বিজয়ীদের মধ্যে আছেন বাঁকুড়ার প্রাক্তন পুর প্রশাসক তথা প্রাক্তন বিধায়ক শম্পা দরিপা, পুর প্রশাসক অলকা সেন মজুমদার। বিষ্ণুপুরের পুর প্রশাসক অর্চিতা বিদ। কিন্তু সোনামুখীর পুর প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায় মাত্র দু’ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। উল্লেখযোগ্য বিজয়ী প্রার্থী প্রাক্তন চেয়ারম্যান সুরজিৎ চট্টোপাধ্যায়। বাঁকুড়া জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ জানালেন, গণসংযোগ বৃদ্ধির ফলে এই জয় এসেছে। বিষ্ণুপুর জেলা সভাপতি অলক মুখোপাধ্যায় জানিয়েছেন, দিদির জনমুখী প্রকল্প এবং মানুষের সঙ্গে ভাল ব্যবহার ভোট ফিরে পেতে সাহায্য করেছে।