তৃণমূলের নেতৃত্বে ৮ অগাস্ট কমিশন ঘেরাও

Must read

প্রতিবেদন : এসআইআর-এর (SIR) প্রতিবাদে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও ৮ অগাস্ট। তৃণমূলের নেতৃত্বে ইন্ডিয়া জোটের বিরোধীদলগুলি মিলিতভাবে এই ঘেরাও আন্দোলনের ডাক দিয়েছে। বিশেষ নিবিড় সংশোধনীর (SIR) নামে প্রকৃত নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বিজেপির নির্দেশে। এই অভিযোগ তুলে প্রথম থেকেই সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই নির্দেশিত পথে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। এই আন্দোলনে সর্বাত্মক সমর্থন জানিয়ে অংশ নিতে এগিয়ে আসে বিরোধীদলগুলি। ৮ তারিখ এই ঘেরাও আন্দোলনকে কেন্দ্র করে জোরদার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল ও অন্যান্য বিরোধী দলের নেতৃত্ব।

আরও পড়ুন- ৫ অগাস্ট ভার্চুয়াল বৈঠক অভিষেকের

Latest article