সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : নতুন বছরের শুরুতে বাংলায় জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল (TMC)। একের পর এক সমবায় সমিতির নির্বাচনে দলের প্রার্থীরা কোথাও বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কোথাও বড় ব্যবধানে জয় পেয়ে চলেছে মানষের সৌজন্যে। এবার পশ্চিম মেদিনীপুর জেলার মুড়াকাটা সমবায় সমিতির নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে বিরোধীরা প্রার্থিপদে কোনও মনোনয়ন না দাখিল করায় ৭টি জোনের ৫০টি আসনে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন তৃণমূল প্রার্থীরা। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা জানান, ‘বিরোধীদের পাশে যে মানুষ নেই তা ফের প্রমাণ হল। রাজ্য সরকারের উন্নয়নের নিরিখেই মানুষ এখন নিঃসঙ্কোচে তৃণমূলের (TMC) উপর ভরসা করছেন। তাই আমরা নতুন বছরেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুড়াকাটার সবকটি আসন জিতলাম।’
আরও পড়ুন- অভিষেকের সেবাশ্রয় বাংলার স্বাস্থ্যক্ষেত্রে আনল নবজোয়ার