টোটো চালিয়ে দিনযাপন তৃণমূল কাউন্সিলর শ্যামলের

কাউন্সিলরের সামান্য ভাতায় সংসার চালাতে হিমশিম শ্যামল সাহা শুরু করেন টোটো চালাতে। পাশাপাশি এলাকার মানুষের প্রয়োজনে ছুটে চলেছেন বাড়ি বাড়ি

Must read

দুলাল সিংহ, বালুরঘাট : দলীয় কাজ। পুরপরিষেবা। এবং জনসংযোগ। তৃণমূল কংগ্রেসের ভূমিপুত্র এই কাউন্সিলর সংসার চালাতে টোটো চালান। একসময় কাজ করতেন ইলেকট্রিকের মিস্ত্রি হিসাবেও। তা করেই কোনওরকমে দিন গুজরান হত শ্যামল সাহা-র। এরপর তিনি ২০২২ সালে পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে ৬নং ওয়ার্ড থেকে জয়ী হন। কাউন্সিলর হওয়ার কারণে তাকে বালুরঘাট পুরসভার চুক্তিভিত্তিক ইলেকট্রিক মিস্ত্রির কাজ ছেড়ে দিতে হয়। পরিবারে দেখা দেয় আর্থিক সমস্যা।

আরও পড়ুন-সরকারি প্রকল্প বদলেছে গ্রামজীবনকে

কাউন্সিলরের সামান্য ভাতায় সংসার চালাতে হিমশিম শ্যামল সাহা শুরু করেন টোটো চালাতে। পাশাপাশি এলাকার মানুষের প্রয়োজনে ছুটে চলেছেন বাড়ি বাড়ি। কাউন্সিলর শ্যামল সাহা জানিয়েছেন তিনি সকালে টোটো চালান। টোটো চালিয়ে তার দিন প্রতি ২০০-২৫০ টাকা আয় হয়, যা দিয়ে তার বাড়ির বাজার হয়ে যায়৷ শ্যামল সাহা-র বক্তব্য কাউন্সিলর হিসেবে যা ভাতা তিনি পান তাতে তিনি খুশি। তৃণমূল কংগ্রেস নেতা শংকর চক্রবর্তী বলেন, আমরা মানুষের সেবা করি। দলের কাজ করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদর্শ। বিজেপির মত দল আমাদের উপার্জনের জায়গা নয় এটা আমাদের দলের নেতা-কর্মীরা প্রমাণ করেছেন। সাধারণ মানুষও তা দেখেছেন।

Latest article