তৃণমূল কাউন্সিলরের অফিসে হামলা বিজেপির

গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের কার্যালয়ে হামলা চালাল বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন

Must read

সংবাদদাতা, বারুইপুর : গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের কার্যালয়ে হামলা চালাল বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন-রাজ্য সরকারি কর্মচারী ও আধিকারিকদের ভ্রমণ ভাতা, গাড়িভাড়ায় নয়া নিয়ম রাজ্যের

রাজপুর-সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দেবনাথের কার্যালয় গড়িয়া স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে। পুরপিতার সঙ্গে দেখা করার জন্য এই অফিসে প্রতিদিনই এলাকার বহু বাসিন্দা আসেন নানা ধরনের শংসাপত্র নিতে। এদিনও পুরুষ ও মহিলা মিলিয়ে অনেকেই এসেছিলেন। সেইসময়। অতর্কিতে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায়। পার্টি অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। ঘটনার সময় কাউন্সিলর অফিসে ছিলেন না। এই ঘটনায় জড়িতদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় আহত হয়েছেন বাপি হাজরা, প্রতাপ মিশ্র, বাপ্পা ও রাজকুমার। কাউন্সিলর পিন্টু দেবনাথ বলেন, যারা হামলা চালিয়েছে, তারা এলাকায় দুষ্কৃতীমূলক কাজকর্মের সঙ্গে জড়িত।

Latest article