কাশ্মীরে তৃণমূলের প্রতিনিধি দল যাবে

Must read

প্রতিবেদন : পাক হামলায় ক্ষতিগ্রস্ত জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় যাচ্ছে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিনিধি দল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ২১ থেকে ২৩ মে কাশ্মীরের একাধিক এলাকা পরিদর্শন করবেন তৃণমূলের (TMC) পাঁচ সদস্যের প্রতিনিধিদল। এই দলে থাকছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর ও রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। পাক গোলাগুলিতে বিপর্যস্ত পুঞ্চ, রাজৌরি, শ্রীনগরে গিয়ে সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবেন, তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনবে তৃণমূলের প্রতিনিধি দল। প্রয়োজনে সমস্তরকমভাবে তাঁদের পাশে থাকার বার্তাও দেবেন তাঁরা। বাংলায় কোথাও কোনও প্রাকৃতিক বিপর্যয় কিংবা হিংসার ঘটনা ঘটলে এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের সাহায্যে ঝাঁপিয়ে পড়েন তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও অনেকসময় পৌঁছে যান ঘটনাস্থলে। এবার নেত্রীর নির্দেশে পাক-আঘাতে ক্ষতিগ্রস্ত জম্মু-কাশ্মীরে বিভিন্ন এলাকায় যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধিরা।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার পরিদর্শন টাস্কফোর্সের

Latest article