প্রতিবেদন: দেশে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে সিবিআই-এনআইএ-র মতো কেন্দ্রীয় তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। সেই সঙ্গে তাঁর প্রশ্ন, ডিজিটাল অ্যারেস্ট নামে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে কেন যথাযথ প্রচারাভিযান হচ্ছে না? বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কেন্দ্রের ভূমিকা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন মালা রায়। ক্ষোভ প্রকাশ করেন মোদি সরকারের ভূমিকায়। তাঁর জিজ্ঞাসা, সাইবার ক্রাইমের মতো মারাত্মক অপরাধ রুখতে সর্বভারতীয় স্তরে কেন টাস্ক ফোর্স গঠন করছে না মোদি সরকার?
আরও পড়ুন-ক্ষোভে-অপমানে ইস্তফা দিলেন কর্নাটকের প্রবীণ আইপিএস অফিসার
এদিনের বৈঠকে একের পর এক যুক্তি দিয়ে সাইবার ক্রাইমের বিভিন্ন বিপজ্জনক দিকগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ। মালা রায়ের কথায়, আমাদের দেশে সাইবার ক্রাইমের মধ্যে অন্যতম বড় অপরাধ হল ডিজিটাল অ্যারেস্ট৷ এই প্রতারণার ফাঁদে পড়ে দেশের বিভিন্ন প্রান্তের অগুণতি নাগরিক আজ তাঁদের সর্বস্ব খোয়াচ্ছেন৷ প্রতি সপ্তাহেই দেশের বিভিন্ন কোনা থেকে ডিজিটাল অ্যারেস্ট-এ প্রতারিত হয়েছেন সাধারণ মানুষ, এমন খবর পাওয়া যাচ্ছে৷ সরকারি পরিসংখ্যান বলছে, ২০২২ সালের তুলনায় ২০২৪ সালে আমাদের দেশে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা বেড়েছে ২১ গুণ৷ টাকার অঙ্কে এই প্রতারণা ছাড়িয়ে গেছে ২০০০ কোটির অঙ্ক৷ চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মিলিয়ে দেশে ১৭,৭১৮টি ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছে যার আর্থিক পরিমাণ ২১০ কোটি টাকার বেশি৷ এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদি নিজেই বলেছেন, ডিজিটাল অ্যারেস্ট নামক প্রতারণার ফাঁদ থেকে সবাইকে সাবধান থাকতে হবে৷ তারপরেও দেশ জুড়ে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে এত কম প্রচার কেন? কেন সিনেমার পর্দায়, ওটিটি প্ল্যাটফর্মে বা বিভিন্ন টিভি চ্যানেলে জনস্বার্থে বিজ্ঞাপন দিয়ে আমজনতার মধ্যে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে আরও সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে না? কেন মোবাইলে হোয়াটসঅ্যাপ, এসএমএস পাঠিয়ে জনগণকে বোঝানো হচ্ছে না কীভাবে তাঁরা এই অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন? কেন স্কুলে কলেজে, সরকারি অফিসে সেমিনার করে বোঝানো হচ্ছে না যে ডিজিটাল অ্যারেস্ট নামক কোনও শাস্তি বাস্তবে নেই৷ কেন জনগণকে হাতে-কলমে বোঝানো হচ্ছে না ডিজিটাল অ্যারেস্ট নামক প্রতারণার ট্রেন্ড, ট্যাকটিক্স ও সেফটি মেজরস-এর কথা? আমাদের দেশে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে সিবিআই, এনআইএ-র ভূমিকা কতটা? ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ আমাদের দেশের সাইবার
ক্রাইম নিয়ন্ত্রক নোডাল এজেন্সি৷ এরা সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক করে সাইবার ক্রাইম নামক মারাত্মক অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে কেন সর্বভারতীয় স্তরে একটি জাতীয় টাস্ক ফোর্স গঠন করছে না?
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…