প্রতিবেদন: দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে কোটি টাকা উদ্ধারের ছবি দেখেছে সারা দেশ৷ এর পরেই প্রশ্ন উঠেছে বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে৷ এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে সংসদে আলোচনা না করে কেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বন্ধ ঘরে আলোচনা করা হবে? প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস (TMC)৷ মঙ্গলবার বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধার নিয়ে আলোচনার জন্য রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের ডাকা সর্বদল বৈঠকে এই প্রশ্ন তুলেছেন দুই তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় এবং নাদিমুল হক৷ সূত্রের দাবি, তৃণমূল কংগ্রেসের (TMC) চাপের মুখে নতিস্বীকার করে বৈঠকের শেষে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় জানাতে বাধ্য হয়েছেন, বিচারপতির বাড়ি থেকে কোটি টাকা উদ্ধারের ঘটনা নিয়ে আগামী সপ্তাহে রাজ্যসভায় বিস্তারিত আলোচনা করা হতে পারে৷ বিরোধীদের চাপের মুখে পড়ে বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সভাপতি জে পি নাড্ডা দাবি করেছেন, তিনি সরকারের শীর্ষ স্তরের সঙ্গে আলোচনা করে গোটা বিষয় নিয়ে তাঁদের অভিমত জানাবেন৷ এই নিয়ে তৃণমূল নিশানা করেছে মোদি সরকারকে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তথ্য, নোটবন্দির পরে বাতিল হওয়া নোটের ৯৯.৩ শতাংশ আবার বাজারে চলে এসেছে৷ এর মধ্যে দিল্লির বাংলো থেকে উদ্ধার হওয়া টাকাও আছে!
আরও পড়ুন-লন্ডনে ভারতীয় হাই কমিশনারকে পাশে বসিয়ে বাংলায় লগ্নির আহ্বান, বন্দিত মুখ্যমন্ত্রীর শিল্পনীতি