বিজেপির নির্দেশ মেনেই কাজ করছে নির্বাচন কমিশন! দাবি বিরোধীদের। এবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের নজরদারিতে লোকসভা ভোট করার দাবি তৃণমূল কংগ্রেসের (Supreme Court- TMC)।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন লেখেন, বিজেপি কি জনগণের মুখোমুখি হতে এত ভয় পাচ্ছে যে কারণে নির্বাচন কমিশনকে ব্যবহার করতে হচ্ছে? আমলা বদলের সিদ্ধান্তকেও তুলোধনা করে সাংসদ লেখেন, কমিশন নাকি হিজ মাস্টার ভয়েস? তাঁর কথায় জনগণের মুখোমুখি হওয়ার সাহস নেই বিজেপি সরকারের, সেই কারণেই নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে নোংরা রাজনীতি করার কাজে। সুষ্ঠু ও অবাধে ভোট পরিচালনা করতে সুপ্রিম কোর্টের (Supreme- TMC) নজরদারির কথা বলেছেন তিনি।
আরও পড়ুন: বাংলা-বিরোধী বিজেপির মেরুদণ্ড দিয়ে বইছে ভয়ের স্রোত, কালই বসিরহাটে সভা অভিষেকের
দেশে ভোট ঘোষণা হওয়ার আগে থেকেই নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেভাবে বিজেপির কথায় কমিশন কর্তারা সিদ্ধান্ত নিচ্ছেন তাতে সরব বাংলা। ভোট ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা শুরু হয়েছে। বাংলায় ৭ দফাতে ভোটের ঘোষণা হয়েছে। এখানেই শেষ নয়, সোমবারই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমারকে অপসারণ এবং বিবেক সহায়কে রাজ্য পুলিশের নতুন প্রধান হিসাবে নিয়োগের নির্দেশ দিয়েছে। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সাংবিধানিক সংস্থাকে নিয়ন্ত্রণ করার অভিযোগ করেছে।