সংবাদদাতা, কোচবিহার : দলীয় কর্মীর ন্যক্কারজনক ঘটনার পরও কেন চুপ বিজেপি? মেখলিগঞ্জের বিজেপি কর্মীর হাতে কিশোরীর নির্যাতনের ঘটনার প্রতিবাদে নেমে এমনই প্রশ্ন তুললেন কোচবিহারের তৃণমূল জেলাসভাপতি অভিজিৎ দে ভৌমিক। এদিন জেলা জুড়ে প্রতিবাদ-মিছিল এবং অভিযুক্ত বিজেপি কর্মীর বাড়ির সামনে অবস্থানের পর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন জেলা সভাপতি এবং তৃণমূলের অন্যান্য নেতা-কর্মী। তাঁদের পাশে থাকার কথা দেন। তৃণমূলের প্রতিনিধি দলের কাছে নির্যাতিতার পরিজনেরা বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দেন। পাশাপাশি গ্রেফতার হওয়া বিজেপি কর্মী দীপক শীলের কঠোর শাস্তির আবেদন জানান তাঁরা। উল্লেখ্য, মঙ্গলবার দুপুর বারোটা থেকে প্রতিবাদে গর্জে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন বহু সাধারণ মানুষও। প্রতিবাদ-মিছিলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন- ফের অশান্তি! অনির্দিষ্টকালের জন্য কার্ফু মণিপুরের ৩ জেলায়