রামজি বিলের বিরুদ্ধে সংসদে প্রতিবাদে ফেটে পড়ল তৃণমূল

তৃণমূল-সহ বিরোধীদের তীব্র আপত্তি এবং বিরোধিতার মধ্যেই শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভায় জিরামজি বিল পাশ করিয়ে নিল মোদি সরকার।

Must read

নয়াদিল্লি : তৃণমূল-সহ বিরোধীদের তীব্র আপত্তি এবং বিরোধিতার মধ্যেই শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভায় জিরামজি বিল পাশ করিয়ে নিল মোদি সরকার। কিন্তু তৃণমূলের যুক্তির সামনে দাঁড়াতেই পারেনি তারা! শুরু থেকেই এই বিলের নেপথ্যে কেন্দ্রের আসল অভিসন্ধি বেআব্রু করে দেয় তৃণমূল। বুধবার লোকসভায় বিলটি পেশ হওয়ার পরেই তৃণমূলের যুক্তিবাণে বিদ্ধ হয়ে নাস্তানাবুদ হয় সরকার। গভীর রাত অবধি আলোচনা-বিতর্ক টেনে নিয়ে যাওয়ার পর মোদি সরকার বৃহস্পতিবারই বিলটি পাশ করিয়ে নেয় শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার ভরসায়। তার আগে থেকেই লোকসভায় অগণতান্ত্রিক জিরামজি বিলের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ল তৃণমূল কংগ্রেস৷

আরও পড়ুন-প্রসবের পরই সোনালির সঙ্গে দেখা করবেন জানিয়ে দিলেন অভিষেক

দফায় দফায় ধরনা প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। প্রথমে সভাকক্ষে, পরে সংসদ পরিসরে গান্ধী মূর্তির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদেরা৷ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দলের লোকসভার মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার, ডেপুটি লিডার শতাব্দী রায়, জুন মালিয়া, বাপী হালদার, মিতালি বাগ, অসিত মাল, অরূপ চক্রবর্তী, মহুয়া মৈত্র-সহ অন্য সাংসদেরা৷ হাতে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি৷ তৃণমূল সাংসদদের ক্ষোভ, যেভাবে মোদি সরকার মনরেগা প্রকল্পকে খারিজ করে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলে নতুন গ্রামীণ রোজগার প্রকল্প চালু করেছে, তা পুরোপুরি অসাংবিধানিক এবং অনৈতিক পদক্ষেপ, বিশেষত প্রকল্প থেকে মহাত্মা নাম মুছে ফেলে আসলে কবিগুরুকে অপমান করেছে মোদি সরকার। এর আগে সরকার গায়ের জোরে জিরামজি বিল পাশ করানোর পরে সংসদ পরিসরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল বিরোধী শিবির৷ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন তিন তৃণমূল সাংসদ অসিত মাল, মিতালি বাগ এবং প্রকাশ চিক বরাইক৷ যব তক সুরজ চাঁদ রহেগা গান্ধী তেরা নাম রহেগা— স্লোগান-সহ সংসদ পরিসরে প্রতিবাদ মিছিল করেন সাংসদরা।

Latest article