গদ্দারকে চ্যালেঞ্জ কাকলির, অভিযুক্ত কাউন্সিলরকে বহিষ্কার করল তৃণমূল

Must read

সংবাদদাতা, বারাসত : তৃণমূল অন্যায় প্রশ্রয় দেয় না, অন্যায় সহ্য করে না। তৃণমূলই একমাত্র দল যারা রাজধর্ম পালন করতে পিছপা হয় না। অন্যায় করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে কাউকে রেয়াত করে তা আবারও প্রমাণিত হল। দলের বারাসত পুরসভার কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে কঠোরতম অবস্থান নিল তৃণমূল। দলের নির্দেশে অভিযুক্ত পুরপিতাকে বহিষ্কার করে কাকলি ঘোষ দস্তিদার কড়া জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকেও। তাঁর নাম জড়িয়ে কুৎসা ও অসম্মানজনক মন্তব্য করার জন্য গদ্দার অধিকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও তিনি হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন-ভাল নেই গো মোরা কেউ ভাল নেই

বারাসত সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভানেত্রী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) এদিন চিঠি দিয়ে জানিয়ে দেন, দলবিরোধী কার্যকলাপ ও দলীয় অনুশাসন ভেঙে কাজ করার জন্য মিলন সর্দারকে দল থেকে বহিষ্কার করা হল। বারাসত পুরসভার দু’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে অভিযোগ উত্তর ২৪ পরগনার পানিহাটির এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায় করার। সেই অভিযোগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে সিআইডি। গ্রেফতারের সঙ্গে সঙ্গে দলের নির্দেশে দল থেকে বহিষ্কার করা হয় তাকে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে সিআইডি। অভিযোগ, দুই দফায় ওই ব্যবসায়ীর থেকে মোট ৯ কোটি মুক্তিপণ নেওয়া হয়েছে। দলের অনুশাসন ভঙ্গ করে অনৈতিক কাজ করার জন্য কাউন্সিলরকে বহিষ্কার করেই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার একহাত নেন গদ্দার অধিকারীকে। তিনি বলেন, অভিযুক্ত পুরপিতার সঙ্গে তাঁর নাম জডিয়ে মিথ্যা ও অসম্মানজনক মন্তব্য করেছেন বিরোধী দলনেতা, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং অরাজনৈতিক। কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) এ-প্রসঙ্গে বলেন, তাঁর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করার জন্য তিনি বিরোধী দলনেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। তিনি যে অভিযোগ করেছেন, তা আদালতে প্রমাণ করতে হবে তাঁকে।

Latest article