ভাষাসন্ত্রাসের প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কিষাণ-খেতমজদুর

বিহার-বাংলায় এবার ভরাডুবি হবে বিজেপির

Must read

প্রতিবেদন : নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজেপির বাংলা ভাষা (Bengali Language) ও বাঙালি-বিদ্বেষের প্রতিবাদে প্রতি শনি-রবিবার টানা প্রতিবাদ কর্মসূচি চলছে তৃণমূল কংগ্রেসের। আজ তৃণমূলের কিষাণ খেতমজুর সংগঠনের উদ্যোগে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে চলছে অবস্থান-বিক্ষোভ-প্রতিবাদ। এদিন এই মঞ্চ থেকেই এবার আওয়াজ উঠল বাংলা-বিহারে ভরাডুবি হবে বিজেপির।
সংগঠনের সভাপতি প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর নেতৃত্বে এদিনের বিক্ষোভে হাজির ছিলেন একাধিক সাংসদ-বিধায়ক-মন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ দোলা সেন বলেন, যেভাবে বাংলার মানুষদের, শ্রমিকদের অত্যাচার করছে বিজেপি ২০২৬-এ বাংলা তো বটেই তার আগে ২০২৫-এই বিহারেও ভরাডুবি হবে বিজেপির। উল্লেখ্য, চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। এই ভাষাসন্ত্রাস (Bengali Language) এবং বাঙালি বিদ্বেষের প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে গর্জে উঠেছেন তা তুলে ধরেন দোলা সেন। মঞ্চে বক্তব্য রাখেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ।
এই ভাষাসন্ত্রাসের বিরুদ্ধে দলের আন্দোলন এবং সংসদের ভিতরে ও বাইরে কীভাবে এর প্রতিবাদ সংগঠিত হয়েছে সেকথা উল্লেখ করেন। বক্তব্য রাখেন মন্ত্রী বেচারাম মান্না। তিনিও ভাষাসন্ত্রাস এবং বাঙালিবিদ্বেষের বিরুদ্ধে লড়াই-আন্দোলনের কথা বলেন। বক্তব্য রাখেন তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ অনেকে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

আরও পড়ুন- দার্জিলিং সমতলে এবার বিশেষ নজর তৃণমূলের

Latest article