প্রতিবেদন : নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজেপির বাংলা ভাষা (Bengali Language) ও বাঙালি-বিদ্বেষের প্রতিবাদে প্রতি শনি-রবিবার টানা প্রতিবাদ কর্মসূচি চলছে তৃণমূল কংগ্রেসের। আজ তৃণমূলের কিষাণ খেতমজুর সংগঠনের উদ্যোগে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে চলছে অবস্থান-বিক্ষোভ-প্রতিবাদ। এদিন এই মঞ্চ থেকেই এবার আওয়াজ উঠল বাংলা-বিহারে ভরাডুবি হবে বিজেপির।
সংগঠনের সভাপতি প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর নেতৃত্বে এদিনের বিক্ষোভে হাজির ছিলেন একাধিক সাংসদ-বিধায়ক-মন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ দোলা সেন বলেন, যেভাবে বাংলার মানুষদের, শ্রমিকদের অত্যাচার করছে বিজেপি ২০২৬-এ বাংলা তো বটেই তার আগে ২০২৫-এই বিহারেও ভরাডুবি হবে বিজেপির। উল্লেখ্য, চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। এই ভাষাসন্ত্রাস (Bengali Language) এবং বাঙালি বিদ্বেষের প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে গর্জে উঠেছেন তা তুলে ধরেন দোলা সেন। মঞ্চে বক্তব্য রাখেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ।
এই ভাষাসন্ত্রাসের বিরুদ্ধে দলের আন্দোলন এবং সংসদের ভিতরে ও বাইরে কীভাবে এর প্রতিবাদ সংগঠিত হয়েছে সেকথা উল্লেখ করেন। বক্তব্য রাখেন মন্ত্রী বেচারাম মান্না। তিনিও ভাষাসন্ত্রাস এবং বাঙালিবিদ্বেষের বিরুদ্ধে লড়াই-আন্দোলনের কথা বলেন। বক্তব্য রাখেন তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ অনেকে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
আরও পড়ুন- দার্জিলিং সমতলে এবার বিশেষ নজর তৃণমূলের
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…