তৃণমূলের ৪০০ BLA-2-কে সংবর্ধনা, বিধানসভা ভোট উপলক্ষ্যে মন্ত্রীর থিম সং লঞ্চ

Must read

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বাংলার বুথ স্তরে দলের বিএলএ ২ যারা মানুষের ভোটাধিকার রক্ষায় প্রহরী হিসেবে কাজ করে চলেছেন তাদের ভূয়সী প্রশংসা করেছেন।

রবিবার সেই সূত্রেই সমগ্ৰ মধ্য হাওড়ার মাটিতে ১৮টি ওয়ার্ডের, আনুমানিক প্রায় ৪০০ বিএলএ ২-কে মধ্য হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। উপচে পড়া ভিড় ছিল সমগ্র অঞ্চলজুড়ে। বুথ স্তরের তৃণমূলের এই সহযোদ্ধাদের সঙ্গে মন্ত্রী ঘরোয়া মেজাজে ছবি তোলেন গল্প করেন। আগামী তিন মাস আরও সতর্কভাবে কাজ করার পরামর্শ দেন।

একইসঙ্গে মধ্য হাওড়া কেন্দ্রে তৃণমূল যুব কংগ্রেসের এই উদ্যোগকে দলের সমস্ত স্তরের বর্ষীয়ান নেতৃত্ব স্বাগত জানিয়েছেন। আগামী দিনে এই ধরনের নানা অভিনব কর্মসূচি নিয়ে মাঠে নামার জন্য পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: প্রস্তুতি খতিয়ে দেখতে আগামিকাল সাগরে আসছেন মুখ্যমন্ত্রী

মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় বলেন- “প্রতি বছর ১২ জানুয়ারি দিনটিকে এই কেন্দ্রে বিবেক সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়। চলতি বছরেও বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। আজ ছিল তারই প্রস্তুতি সভা। আর এই সভা থেকেই মন্ত্রী সকল বুথ স্তরের সহযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন করলেন, আমরা গর্বিত তাদের সম্মান জানাতে পেরে।”

Latest article