ডেবরায় বিনা লড়াইয়েই দুটি সমবায় পেল তৃণমূল

Must read

সংবাদদাতা, ডেবরা : যেখানে যত সমবায় আছে, সেখানে ভোট হলেই তৃণমূল (TMC) নিরঙ্কুশভাবে জিতছে। তারই পুনরাবৃত্তি ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে। দুটি সমবায় নির্বাচনেই জয়ী হল তৃণমূল। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে বিরোধী দলগুলি কোনও প্রার্থীই দিতে পারল না। তাই সহজেই জয় পেয়ে গেল তৃণমূল। ডেবরা ব্লকের জোতহাড়ো সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এবং চকমাধুরী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল ১৭ এবং ১৮ মার্চ। গত মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। তার মধ্যে তৃণমূল নয়টি করে আসনেই প্রার্থী দিয়েছে। বিপরীতে বিরোধীরা কোনও প্রার্থীই দিতে পারল না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল (TMC)। এ বিষয়ে ডেবরা ব্লক তৃণমূল সহসভাপতি সীতেশ ধাড়া বলেন, আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ এলাকায় উন্নয়ন হচ্ছে, মানুষ শান্তিতে আছে। তাই বিরোধীরা মনোনয়ন দিতে পারেনি। কারণ ডেবরায় তাদের তেমন লোক নেই। ঠিক এইভাবেই ২০২৬-এ বিধানসভা ভোটে ডেবরার মানুষ আমাদের দুই হাত তুলে আশীর্বাদ করবেন।

আরও পড়ুন-রাজ্যের বরাদ্দ ১ কোটি, নয়া রূপে সাজছে কল্যাণীর গান্ধী হাসপাতাল

Latest article