লোকসভা ভোটের আগে গ্রামপঞ্চায়েত পেল তৃণমূল

এই পঞ্চায়েতের উপপ্রধান আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। সঙ্গে আরও সাতজন। এবার প্রধান এবং কংগ্রেস, সিপিএম ও বিজেপির আট সদস্য যোগ দিলেন তৃণমূলে।

Must read

প্রতিবেদন :‌লোকসভা ভোটের আগেই মালদহের বিরোধী মহাজোট বড়সড় ধাক্কা খেল। রাম–বাম–শ্যাম জোটের দখলে থাকা মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রামপঞ্চায়েত পেয়ে গেল তৃণমূল। এই পঞ্চায়েতের (Panchayat) উপপ্রধান আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। সঙ্গে আরও সাতজন। এবার প্রধান এবং কংগ্রেস, সিপিএম ও বিজেপির আট সদস্য যোগ দিলেন তৃণমূলে।

আরও পড়ুন-ভোটের আগে বিজেপির তাণ্ডব শুরু তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি, গুলি

ফলে ২৮ সদস্যের মধ্যে ২৪ জনই তৃণমূলের পক্ষে। ফলে একরকম বিরোধীশূন্য হয়ে গেল কুশিদা গ্রামপঞ্চায়েত। হরিশ্চন্দ্রপুর ১(বি)‌ ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন জানালেন, লোকসভার আগে উন্নয়নে শামিল হতেই বিরোধী জোট থেকে শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা তৃণমূলে যোগ দিয়েছেন। এতে পঞ্চায়েতের উন্নয়নের কাজ আরও হবে।

Latest article