সংবাদদাতা, কোচবিহার : বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় বাংলাবিদ্বেষীদের বিরুদ্ধে মহাপ্রতিবাদ মিছিল হল কোচবিহারের মেখলিগঞ্জে। চ্যাংড়াবান্ধা ভিআইপি মোড়ে জমায়েত হন তৃণমূল কর্মীরা। এরপর মিছিলে পা মেলান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, মহিলা তৃণমূল জেলা সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মা, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেন্দ্রকুমার বৈদ্য, ছাত্রনেতা সায়নদীপ গোস্বামী প্রমুখ। সম্প্রতি পুলিশের অনুমতি ছাড়াই আন্তর্জাতিক স্থলবন্দরের রাস্তায় রাজনৈতিক সভা করে সঙ্কল্পযাত্রা করেছিল বিজেপি। তাতে আইনি পদক্ষেপ নিয়েছে পুলিশ।
আরও পড়ুন-ভেস্তে গেল বিজেপির সংসদ অচল করার চক্রান্ত, এসআইআর আলোচনার দাবি আদায় করেই ছাড়ল তৃণমূল
তারই পাল্টা জবাব দিল মঙ্গলবার তৃণমূল। নীল-সাদা বেলুন ও দলের পতাকা ছয়লাপ ছিল তৃণমূলের মিছিল। উদয়ন বলেন, মেখলিগঞ্জে বেড়াতে এসেছিলেন বিজেপি নেতারা। তাঁদের সেই বেড়ানোর পাল্টা আজ কত লোক দলে দলে তৃণমূলের পক্ষ থেকে পথে নেমেছে তা দেখুক বিজেপি। বিজেপি যেখানে মিছিল করবে তার ৪৮ ঘণ্টার মধ্যে আমরা পাল্টা মিছিল করে দেখিয়ে দেব বিজেপির পায়ের তলায় মাটি নেই। অভিজিৎ বলেন, যেভাবে কাজ করেছেন তাতে ৯৮ শতাংশ কাজ হয়ে গিয়েছে। প্রতিটি ভোটারের অস্তিত্ব আছে। তাঁরা কেউ রোহিঙ্গা নন, তাঁরা বাংলাদেশ থেকেও আসেনি। বাজনার তালে তালে পতাকা নাচতে দেখা যায় উচ্ছ্বসিত কর্মীদের। তৃণমূলের দাবি, সভায় রেকর্ড ভিড় হয়েছে।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…