ভোটার তালিকায় নজরদারির নির্দেশ দিলেন তৃণমূল নেতৃত্ব

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকারের ভূমিকা, সেইসঙ্গে ১০০ দিনের টাকা মেটানো, ঘর তৈরির বরাদ্দ দেওয়ায় রাজ্য সরকারের ভূমিকা তুলে ধরেন তাঁরা।

Must read

সংবাদদাতা, কোচবিহার : কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিনহাটায় সংহতি ময়দানে সভা করল তৃণমূল, রবিবার বিকেলে। বক্তব্য পেশ করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, তৃণমূল জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। সভায় বক্তারা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা-সহ নানা প্রকল্প নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তৃণমূলের মন্ত্রী-সাংসদরা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকারের ভূমিকা, সেইসঙ্গে ১০০ দিনের টাকা মেটানো, ঘর তৈরির বরাদ্দ দেওয়ায় রাজ্য সরকারের ভূমিকা তুলে ধরেন তাঁরা।

আরও পড়ুন-বাড়ছে বেতন, চিকিৎসকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

জগদীশ বলেন, দলমত নির্বিশেষে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। উদয়ন বলেন, রাজ্য সরকারের উদ্যোগে ১২ লক্ষ মানুষ ইতিমধ্যে আবাসের টাকা পেয়েছেন। ১০০ দিনের বকেয়া টাকাও মুখ্যমন্ত্রী মিটিয়েছেন। বিজেপি কী করেছে তা নিয়ে প্রশ্ন করেন তিনি। অভিজিৎ বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখতে হবে। কোনও নাম নিয়ে সন্দেহ থাকলে তালিকা করার কথাও বলেন তিনি। দুপুর গড়াতেই সংহতি ময়দানে ভিড় বাড়তে থাকে। সভা শুরুর আগেই জনসমুদ্রের চেহারা নেয়। উদয়নের অভিযোগ, বিজেপি চেষ্টা করছে ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢোকাতে। এটা আটকাতে হবে। এই ঘটনায় বেশ কিছু সরকারি কর্মচারী যুক্ত রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

Latest article