প্রতিবেদন : ১০০ দিনের কাজের মজুরি বকেয়া সহ মনরেগা প্রকল্পের আওতাভুক্ত একাধিক ক্ষেত্রে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া নিয়ে বারবার সোচ্চার হয়েছে পশ্চিমবঙ্গ সহ একাধিক অবিজেপি রাজ্য। এই নিয়ে বাংলার তরফে একাধিকবার দরবার করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রকে। বাংলায় রাজনৈতিকভাবে পরাজিত হয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বঞ্চনা করে আক্রোশ মেটাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। বকেয়া নিয়ে বাংলার সেই দাবিতেই এবার সিলমোহর লাগাল কেন্দ্র। লোকসভায় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছে, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম বা MGNREGS-এর অধীনে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্রের বকেয়া ৬,৩৬৬ কোটি টাকা। কংগ্রেস সাংসদ রামাইয়া হরিদাসের প্রশ্নের জবাবে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন-উত্তরে প্রথম, মালদহে হচ্ছে হস্তশিল্প হাব
তৃণমূল কংগ্রেসের সামাজিক মাধ্যমে এই তথ্য তুলে ধরে দেখানো হয়েছে, অবিজেপি রাজ্যগুলির প্রতি কেন্দ্রের মনোভাব প্রকৃতপক্ষে কীরকম। বলা হয়েছে, মোদি সরকার নির্লজ্জের মতো ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৬,৩৬৬ কোটি টাকা মনরেগা বাবদ মজুরি আটকে দিয়েছে। যার মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিরোধী-শাসিত রাজ্যগুলি। গরিব মানুষের প্রাপ্য টাকা রাজনৈতিক কারণে আটকে দিচ্ছে প্রতিহিংসাপরায়ণ বিজেপি সরকার। তৃণমূল কংগ্রেসের সামাজিক মাধ্যমে পরিসংখ্যান সহ বলা হয়েছে, কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের পাওনা ২,৭৭০ কোটি টাকা। কংগ্রেস শাসিত রাজস্থানের পাওনা ৯৭৯ কোটি টাকা এবং আর এক অবিজেপি রাজ্য বিহারের পাওনা ৬৬৯ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তৃণমূলের প্রশ্ন, এই কি আপনার সবকা বিকাশ নীতি? আপনার প্রতিহিংসামূলক রাজনীতি দিয়ে গ্রামীণ দরিদ্রদের পিষ্ট করা?