সংবাদদাতা, রায়গঞ্জ : কোনও বাহিনী দিয়ে, ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে দাবিয়ে রাখতে পারবে না বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় আনবে মানুষ। বৃহস্পতিবার রায়গঞ্জ ব্লকের বরুয়া এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, মানুষ জানেন উন্নয়ন করে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকেন মানুষের। কেন্দ্র শুধু মূল্যবৃদ্ধি করে।
আরও পড়ুন-তৃণমূল কংগ্রেস মানে উন্নয়ন, বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি
এদিন সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় এবং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চৈতালি ঘোষ সাহা-সহ একাধিক জেলা ও স্থানীয় নেতৃত্ব। প্রার্থী প্রসঙ্গে সাংসদ বলেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে এসে জনগণের মতামত অনুযায়ী প্রার্থী নির্বাচন করেছেন। সেক্ষেত্রে দল যাকে মনোনয়ন দিয়েছে তাকে দলের অনুগত সৈনিক হিসেবে তাকে নিয়েই নির্বাচন বৈতরণী পার করতে হবে সকল কর্মী সমর্থকদের। যাঁরা দলের বিরুদ্ধে গিয়ে কাজ করছেন তাঁরা ভাল কাজ করছেন না। দল নির্দিষ্ট পদ্ধতি মেনে সেই বিষয়ে ব্যবস্থা নেবে। যদি কারও শুভ বুদ্ধির বিকাশ না হয় সেক্ষেত্রে ভবিষ্যতে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এদিন তিনি তাহেরপুরে অবস্থিত একটি রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে খোল-করতাল সহযোগে প্রচারে নামেন সাংসদ। নিজে বাজান খোল। সাধারণ মানুষের কাছে পৌঁছে ভোটের জন্য আবেদন জানান। তিনি বলেন তৃণমূল কংগ্রেস সর্বধর্ম সমন্বয়ে আছে। মানুষের পাশে আছে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…